বাখমুতে আংশিক সাফল্য পেয়েছে রুশ বাহিনী: ইউক্রেন

রাশিয়ার বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত রণাঙ্গনের যুদ্ধে রাশিয়ার বাহিনী কিছুটা সাফল্য অর্জন করেছে। তারা শহরটির কেন্দ্রের দিকে কিছুটা অগ্রসর হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তারা একথা জানিয়েছেন। তারা আরো জানান যে, তাদের সেনারা এখনো তাদের অবস্থান ধরে রেখেছেন । শহরটিতে বেশ কয়েক মাস ধরে প্রচন্ড লড়াই চলছে।

রাশিয়া ১৩ মাস আগে প্রতিবেশী ইউক্রেনে হামলা চালানোর পর দেশটির পূর্বে অবস্থিত শিল্পাঞ্চল দনেতস্কে র খনি শহর বাখমুত লড়াইয়ের একটি কেন্দ্রে পরিণত হয়েছে। রাশিয়া শহরটির ওপর ব্যাপক হামলা চালানো সত্ত্বেও শহরটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেনি। শহরটির লড়াইয়ে উভয়পক্ষে বিপুল সংখ্যক হতাহত হয়েছে।

ইউক্রেনের সশস্ত্রবাহিনীর জেনারেল স্টাফ গত বুধবার জানিয়েছে, শত্রু বাহিনী বাখমুত যুদ্ধে কিছুটা সাফল্য লাভ করেছে। আর শহরটি রক্ষায় নিয়োজিত আমাদের সেনারা শত্রুর বহু হামলা প্রতিহত করেছে।

রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, তাদের বাহিনী শহরটির অভ্যন্তরে রাস্তায় রাস্তায় যুদ্ধ করছে এবং সেখানকার জায়গা দখল করছে।

ব্রিটেন ও জার্মানি ঐক্যবদ্ধভাবে রুশ হামলার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন করার কথা ঘোষণা করেছে।  রাজা হওয়ার প্রথম বিদেশ সফরে জার্মানিতে যাওয়ার পর রাজা চার্লস ৩য় বার্লিনে একথা জানান।

এদিকে রাশিয়ার নেতা ভøাদিমির পুতিনের সাথে আলোচনার মাধ্যমে সংঘাত নিরসন করার সময় এসেছে বলে যে পরামর্শ দেয়া হয়েছে তাকে  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  নাকচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় গণতান্ত্রিক সম্মেলনে বক্তব্য দানকালে তিনি বলেন, ‘অশুভ শক্তির সাথে সমঝোতায় স্বাধীনতা অর্জিত হবে বলে ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং গণতন্ত্রের শত্রুুকে অবশ্যই পরাজিত হতে হবে।

এনবিএস/ওডে/সি

news