যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯
কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার বিকেলে সেনাবাহিনীর দুটি ব্ল্যাকহক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের এ ঘটনাটি ঘটেছে কেন্টটাকির ট্রিগ কাউন্টিতে। নিয়মিত প্রশিক্ষণের সময় নাশভিলের ফোর্ট ক্যাম্পবেলের সেনা স্থাপনা থেকে ৬০ মাইল উত্তর-পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিএনও নিউজ ৯ জন নিহত হওয়ার খবর জানিয়েছে।
বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারের ক্রুরা নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এগুলো উড়াচ্ছিলেন। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল। গত বছরের জুলাইয়ে ৫ মিলিয়ন ডলার খরচ করে এ হেলিক্প্টার প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করা হয়। কঠিন পরিস্থিতির বাস্তব ধারণা পাওয়া যাবে এমন ডিজাইন করে এটি তৈরি করা হয়েছে। এই ঘাঁটিতে ১০১তম এয়ারবোর্ন রেজিমেন্ট এবং ১৬০ স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা থাকেন।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র নন্ডিস থারম্যান বৃহস্পতিবার রয়টার্সকে বলেছেন, ওই দুই হেলিকপ্টারে থাকা ক্রু সদস্যদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হেলিকপ্টার দুটিতে কতজন আরোহী ছিলেন সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে নিউ টেলিগ্রাফ এবং ডেইলি মেইল জানিয়েছে, কেন্টাকির এ দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ফোর্ট ক্যাম্পবেল থেকে প্রথমবারের মতো একটি ইউএইচ-৬-আলফা ব্ল্যাকহক হেলিকপ্টার মানুষ ছাড়াই উড়ানো হয়। আই২৪নিউজ জানিয়েছে, বৃহস্পতিবারের দুর্ঘটনার পেছনে এই পোগ্রামের কোনো ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে
এনবিএস/ওডে/সি