নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ৭৩ বছরের বৃদ্ধকে মারধর

বাসা থেকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধের ওপর হামলা করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। যুক্তরাজ্যে এ ঘটনা ঘটে। মেট্র নিউজের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ।

বৃদ্ধকে হামলার ঘটনার ১৬ বছরের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাজ্যের বামিংহাম শহরে এ ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজ দেখে ওই তরুণকে শনাক্ত করা হয়।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি মসজিদে যাওয়ার সময় তার উপরে হামলা করা হয়। এক পর্যায়ে তার মাথায় আঘাত করা হয়। এতে ওই বৃদ্ধ মারাত্ম যখন হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পশ্চিম মিডল্যান্ড পুলিশের ইন্সপেক্টর নেইল ক্রিকপ্যাকিট জানিয়েছেন, এ ঘটনায় আমরা হতবাগ। হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কেন ওই বৃদ্ধকে হামলা করা হয়েছে তার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

পুলিশ ধারণা করছে, পবিত্র রমজান মাসে মুসলিমদের ধর্ম পালনের কারণে হয়ত এ হামলা হতে পারে।

৭৩ বছর বয়সী ওই বৃদ্ধের পরিবার জানায়, অপরাধীকে যেন গ্রেপ্তার করা হয় এজন্য পুলিশকে আমরা সহযোগিতা করব। এছাড়া বৃদ্ধের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

এনবিএস/ওডে/সি

news