যুক্তরাষ্ট্রে চীনের ‘গোপন পুলিশ স্টেশন’: গ্রেপ্তার ২

 যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের চায়নাটাউনের কাছে একটি গোপন চীনা পুলিশ স্টেশন পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিতে গ্রেপ্তার করেছে এফবিআই।

আটককৃতরা হলেন, লু জিয়ানওয়াং (৬১) ও চেন জিনপিং (৫৯)। তারা দুইজনই নিউইয়র্ক শহরের বাসিন্দা। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ন্যায়বিচারে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

সোমবার তাদের ব্রুকলিনের ফেডারেল আদালতে তোলার কথা রয়েছে।

এর আগে চীন এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এসব স্টেশন কোনো ষড়যন্ত্রের অংশ নয়। মূলত বিদেশী নাগরিকদের জন্য ‘পরিসেবা কেন্দ্র’ হিসেবে স্টেশনগুলো ব্যবহার করা হয়ে থাকে।

এদিকে মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে, চীনের জননিরাপত্তা মন্ত্রনালয়ের (এমপিএস) হয়ে ব্রঙ্কসের মি. লু এবং ম্যানহাটনের মি. চেন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বিদেশী পুলিশ স্টেশন প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করেছে।

এনবিএস/ওডে/সি

news