চার দিনের ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী পুষ্প কমল দহাল প্রচন্ড বুধবার নয়া দিল্লিতে পৌঁছেছেন। তিনি সেখানে ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত অবস্থান করবেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় মন্ত্রী মিনাক্ষ্মী লেখি।

ক্ষমতা গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর। এমইএ’র মুখপাত্র অরিন্দম বাগচী এক টুইটে বলেছেন, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও চমৎকার হয়ে উঠবে।

এই সফরের সময় তিনি ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদি মুরমু ও ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি উজ্জান ও ইনদোর পরিদর্শন করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শীর্ষ পর্যায়ের সম্পর্ক বজায় রাখা ভারতের প্রথম নীতি। ভারত ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এই সফরের মধ্য দিয়ে আরও সুদৃঢ় হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news