প্রবল বৃষ্টিপাতে হাইতিতে ভয়াবহ বন্যা, ৪২ জনের মৃত্যু
হাইতিতে প্রবল বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্রাণহানির পাশাপাশি আরও অন্তত ১১ জন নিখোঁজ রয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার (৫ জুন) হাইতি সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১৩ হাজার ৩০০ বাড়ি ভেঙে গেছে। বন্যার কারণে রাজধানী পোর্ট-ও-প্রিন্স ও পার্শ্ববর্তী অঞ্চলগুলো পানিতে ডুবে গেছে। রাস্তাগুলো নদীর রূপ ধারণ করেছে। এতে শহরের বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বন্যার পানির তোড়ে বহু গাড়ি ভেসে গেছে।
হাইতি এরই মধ্যে নানা সংকটে নিমজ্জিত। লুটেরা বাহিনীর সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি অর্থনৈতিক মন্দায় হিমশিম খাচ্ছে দেশটি। তার মধ্যে নতুন করে ভয়াবহ দুর্যোগ হিসেবে হাজির হলো বন্যা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি