ইথিওপিয়ায় সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ, জরুরি অবস্থা জারি
জরুরি অবস্থা ঘোষণার ব্যাপারে প্রধানমন্ত্রী আবি আহমেদের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রচলিত আইনি ব্যবস্থায় বিদ্রোহীদের সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা প্রয়োজন হয়ে পড়েছিল। তবে এই জরুরি অবস্থা পুরো দেশে নাকি শুধুমাত্র আমহারা অঞ্চলের জন্য প্রযোজ্য হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি প্রধানমন্ত্রী কার্যালয়।
জনসংখ্যার দিক দিয়ে আমহারা ইথিওপিয়ার দ্বিতীয় বৃহত্তম অঞ্চল। চলতি সপ্তাহের শুরুর দিকে এই অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হয়। মূলত স্থানীয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ফানোর বিরুদ্ধে লড়াই করছে ইথিওপিয়ার সরকারি বাহিনী ইথিওপিয়ান ন্যাশনাল ডিফেন্স ফোর্স (ইএনডিএফ)।
ফানো এমন একটি বিদ্রোহী গোষ্ঠী যার কোনো আনুষ্ঠানিক কমান্ড কাঠামো নেই। গোষ্ঠীটি পার্শ্ববর্তী তাইগ্রে অঞ্চলের সাম্প্রতিক গৃহযুদ্ধে ইথিওপিয়ার সেনাদের সমর্থন ও সহযোগিতা করেছিল। গত বছরের নভেম্বরে এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দুই বছরের ওই গৃহযুদ্ধের অবসান ঘটে।
বৃহস্পতিবার আমহারার আঞ্চলিক সরকার এই অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত সহায়তার আবেদন জানায়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি