কাশ্মিরে সংঘর্ষে ২ ভারতীয় কর্নেল, ১ মেজর ও পুলিশ কর্মকর্তা নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পার্বত্যাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সাথে সংঘর্ষে দেশটির সামরিক বাহিনী ও পুলিশের এসব কর্মকর্তা নিহত হন।
বুধবার কাশ্মিরের অনন্তনাগ জেলায় আইনশৃঙ্খলাবাহিনীর সাথে এ সংঘর্ষ এ ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমএনডিটিভি। নিহতরা হলেন,কর্নেল মনপ্রীত সিং, মেজর আশীষ ধনচাক এবং উপ-পুলিশ সুপার হিমানুন মুজামিল বাট। কর্নেল মনপ্রীত সিং ১৯ রাষ্ট্রীয় রাইফেলস (১৯ আরআর) ইউনিটের কমান্ডিং অফিসার ছিলেন।ভারতীয় সেনাবাহিনীর বিদ্রোহদমন ইউনিট রাষ্ট্রীয় রাইফেলস। এই ইউনিট জম্মু ও কাশ্মিরে মোতায়েন রয়েছে।
অনন্তনাগের কোকারনাগ এলাকার ঘন জঙ্গলে বিচ্ছিন্নতাবাদীদের তীব্র গুলিবর্ষণের মাঝে পুলিশের ওই কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ১৫তম করপোরেশনের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং জম্মু ও কাশ্মির পুলিশের মহাপরিচালক দীলবাগ সিং-সহ ঊর্ধ্বতন অন্যান্য সেনা কর্মকর্তারা সংঘর্ষস্থলে রয়েছেন।
কোকারনাগ এলাকার ঘন জঙ্গলে নজরদারি এবং নিহত কর্মকর্তাদের মরদেহ সরিয়ে নেওয়ার জন্য দেশটির সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। অভিযানে আরও তিন কর্মকর্তা গুরুতর আহত হন। কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের তীব্র গুলিবর্ষণের কারণে সেখান থেকে আহতদের সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।
এনডিটিভি জানায়, বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর বুধবার গভীর রাতে অনন্তনাগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। সেনাবাহিনীর কমান্ডিং অফিসার এবং জম্মু ও কাশ্মির পুলিশের একজন ডেপুটি সুপারিনটেনডেন্টের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় সৈন্যরা প্রচণ্ড গোলাগুলির মুখোমুখি হন। অনন্তনাগে গোলাগুলি এখনো চলছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। বন্দুকযুদ্ধে দুই বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়েছে।
গত ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে আইনশৃঙ্খলাবাহিনীর দ্বিতীয় বারের মতো বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এর আগে জম্মু ও কাশ্মিরের রাজৌরি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সাথে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক সদস্য সৈন্য নিহত এবং নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


