পাকিস্তানে ধনীদের ওপর করের বোঝা চাপানোর পরামর্শ আইএমএফ’র

আইএমএফ কর্মকর্তা বলেন, ‘অবশ্যই এটি কঠিন, তবে পাকিস্তানকে এটি করতে হবে। আইএমএফের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নিতে হবে, আমরা পাকিস্তানের জনগণের পাশে আছি।’

দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সঙ্গে সাক্ষাতের পর জিও নিউজের সঙ্গে আলাপচারিতায় আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, পাকিস্তানের জনগণের স্বার্থে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে। আগের কিছু ‘অপূর্ণতা’ মোকাবিলা করে পাকিস্তানকে এই পদক্ষেপ কার্যকর করতে হবে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান আইএমএফের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার চুক্তিতে স্বাক্ষর করেছে এর মধ্যেই। এর মাধ্যমে বিভিন্ন খাতের পুনর্গঠন, রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগে সংস্কার এবং কর বৃদ্ধিতে সম্মত হয়েছে দেশটি।

 এ প্রেক্ষাপটে সরকারের নেয়া পদক্ষেপগুলো জনজীবনকে কঠিন করে তুলেছে। বিদ্যুত এবং পেট্রোলের ব্যাপক দামবৃদ্ধি হয়েছে সম্প্রতি। মুদ্রাস্ফীতিও রেকর্ড গড়েছে। কমছে রুপির দাম। আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘পাকিস্তানের সবাইকে একটি সহজ বার্তা দিন। আমাদের প্রোগ্রামে আমরা যা চাইছি তা হলো, দয়া করে ধনীদের কাছ থেকে আরও কর সংগ্রহ করুন এবং দয়া করে পাকিস্তানের দরিদ্র জনগণকে রক্ষা করুন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news