মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের যৌথ অভিযান নিহত ৩৩ সেনা

পিপলস ডিফেন্স ফোর্স ও প্রতিরোধ যোদ্ধাদের জোটের হামলায় সারাদেশে ৩৩ জন সেনা নিহত হয়েছে। শান ও কারেন রাজ্য ছাড়াও মগওয়ে, সাগায়িং, বাগো ও তানিনথরাই অঞ্চলে এসব সংঘর্ষ হয়েছে।

উত্তরাঞ্চলে জাতিগত বিদ্রোহী জোট একযোগে সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে শুক্রবার সকালে ব্যাপক হামলা চালিয়েছে। বিদ্রোহীদের এক বিবৃতিতে জানানো হয়, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ), আরাকান আর্মি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) যৌথভাবে একটি ‘সামরিক অভিযান’ চালায়।

বিস্তারিত কোনো বিবরণ উল্লেখ না করে ওই বিবৃতিতে বলা হয়, ‘এই অভিযানের মূল লক্ষ্য হলো শান রাজ্যে মিয়ানমার সামরিক বাহিনীর সরবরাহ ব্যবস্থা বন্ধ করে দেওয়া এবং এই অঞ্চলে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর সামর্থ্যকে নস্যাৎ করে দেওয়া।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news