গাজায় যুদ্ধ চলার মধ্যে দুই দিনব্যাপী বড় সামরিক মহড়া চালাল ইরান
নিজেদের স্থল সেনাদের সব ইউনিটকে নিয়ে ইস্ফাহান প্রদেশে বিশাল মহড়া শুরু করেছে ইরান শুক্রবার (২৭ অক্টোবর)। দেশের মধ্যাঞ্চলের দু’দিনব্যাপীএ মহড়া শনিবার শেষ হবে।
ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, শুক্রবার মহড়ার প্রথম দিনে প্রধান ধাপে সেনাবাহিনীর মোবাইল অ্যাসাল্ট ব্রিগেড, সাঁজোয়া বিভাগ এবং হেলিকপ্টারের স্কোয়াড্রন আপডেট ভার্সনের শাফাক, আলমাস এবং দেহলাভিয়ে ক্ষেপণাস্ত্রের ৮ থেকে ২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে আঘাত হানে।
ইরানের বিমানবাহিনীর কমান্ডার ইউসুফ ঘোরবানি মহড়ার ফাঁকে জানান, যেসব মিলিটারি হেলিকপ্টার এ মহড়ায় অংশ সেগুলোতে জ্যামিং সিস্টেম, নাইট ভিশন ক্যাপাবিলিটিস, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল আঘাত হানার অস্ত্র সজ্জিত ছিল। তিনি বলেন, এর মধ্য দিয়ে পশ্চিম এশিয়ায় ইরানি আর্মির আকাশ শক্তিকে ‘অবিসংবাদিত হেলিকপ্টার শক্তিতে’ রূপান্তরিত হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি