মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিক অপহরণে পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশি সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের দায়ে অভিযুক্ত মালয়েশিয়ার তিন পুলিশ কর্মকর্তার একজনকে বরখাস্ত করা হয়েছে। মালয়েশিয়ার একাধিক সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কুয়ালালামপুরের পুলিশ প্রধান আল্লাউদ্দীন আব্দুল মজিদ বলেছেন, ‘তদন্তের ফলাফল না আসা পর্যন্ত অন্য দুই কর্মকর্তাকে একই ধরনের পদক্ষেপের মুখোমুখি হতে পারে।’

ভুক্তভোগী বাংলাদেশি সাংবাদিক জানান, তিনি “মানি লন্ডারিং ও সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের সঙ্গে প্রতারণা” নিয়ে কাজ করতেন। এ জন্য তাকে অপহরণ করা হয়।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই সাংবাদিক দাবি করেন, অকথ্য নির্যাতনের পর কয়েকজন মিলে তার কাছে ১.৯ মিলিয়ন রিঙ্গিত মুক্তিপণ দাবি করে। 

এর আগে বিগত ৭ নভেম্বর মালয়েশিয়ায় একজন বাংলাদেশি আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী শিক্ষার্থী অপহরণের শিকার হন। অপহরণের তিন দিন পর ৯ নভেম্বর তাকে মুক্তি দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে পুলিশ ভুক্তভোগীর নাম প্রকাশ করেনি ।

news