রাশিয়ার সেনা মোতায়েনের অনুমোদন দিল নিকারাগুয়া সরকার

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা তার দেশে রাশিয়ার সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন। এর আওতায় দেশটিতে রাশিয়া সেনা মোতায়েনের পাশাপাশি যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করতে পারবে।

দুই পক্ষ দাবি করছে- প্রশিক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা করা, জরুরি পরিস্থিতি মোকাবেলা, মানবিক সহায়তা এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময় উদ্ধার এবং অনুসন্ধান মিশন পরিচালনার জন্য রুশ সোনা মোতায়েন করা হচ্ছে।

চলতি সপ্তাহে একটি ডিক্রি জারি করে প্রেসিডেন্ট ওর্তেগা সরকারি সেনা মোতায়নের বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাশিয়ার পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।

নিকারাগুয়ার সরকার জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনীর একটি ছোট কন্টিনজেন্টকে অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণের দায়িত্ব দেয়া হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই পদক্ষেপকে রুটিন ওয়ার্ক' বলে মন্তব্য করেছেন।

১৯৭৯ সালে বিপ্লবের মাধ্যমে নিকারাগুয়ার সাবেক স্বৈরশাসক অ্যানাস্তাসিও সমোজাকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পর থেকে রাশিয়ার সঙ্গে ওর্তেগার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওর্তেগা ১৯৮৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত নিকারাগুয়ার নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। পরে তিনি ২০০৭ সালে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন এবং এখনও তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news