কম্বোডিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণ, ২০ সেনা নিহত
কম্বোডিয়ার একটি সামরিক ঘাঁটিতে অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন সেনা নিহত হয়েছেন।
শনিবার বিকেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট জানিয়েছেন।
ফেসবুকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট বলেন, কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলের কাম্পং স্পিউ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আমরা গভীরভাবে মর্মাহত। তবে কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অর্থ প্রদান করা হবে। এছাড়া, নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবে কম্বোডিয়া সরকার।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। আহত সেনাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


