এবার ইরান সফরে আসছেন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট

তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সরদার বারদিমোহাম্মাদভ দুই দিনের সরকারি সফরে ইরান আসছেন। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও উন্নত করার লক্ষ্য নিয়ে তিনি এ সফর করবেন এবং ইরান সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন।

আজ (মঙ্গলবার) একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদল নিয়ে তিনি বারদিমোহাম্মাদভ তেহরান পৌঁছাবেন। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বয়ং প্রেসিডেন্ট বারদিমোহাম্মাদভ। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির আমন্ত্রণে তিনি তেহরান সফর করবেন।

ইরান এবং তুর্কেমেনিস্তানের প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদল বৈটকে বসবে। এ সফরে দুই দেশ বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা সই করার আশা করছে। এসব চুক্তি ও সমঝোতা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতা জোরদারে বিরাট ভূমিকা রাখবে। তুর্কমেনিস্তানরে প্রেসিডেন্ট হিসেবে এটি বারদিমোহাম্মাদভের প্রথম ইরান সফর।

গত জানুয়ারি মাসে বারদিমোহাম্মাদভ তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি হিসেবে ইরান সফর করেছিলেন। সে সময় তিনি প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির সঙ্গে বৈঠক করেন।।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে

news