ইরানের প্রযুক্তি পার্কের মতো পার্ক গড়তে চান ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আজ (সোমবার) তেহরানের একটি বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক পরিদর্শন  করেছেন। এ সময় তাঁর সঙ্গে ইরান ও ভেনিজুয়েলার মন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পার্দিস নামের এই পার্ক পরিদর্শনের পর মাদুরো বলেন, ইরানের সহযোগিতায় ভেনিজুয়েলাতেও এ ধরণের বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক নির্মাণ করা হবে। তিনি এই পার্কের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সফরসঙ্গীদের নানা দিকনির্দেশনা দেন।

গত শুক্রবার থেকে ইরান সফর করছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। তিনি ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে বৈঠক করেছেন।

তাঁর উপস্থিতিতে তেহরানে ২০ বছর মেয়াদি দ্বিপক্ষীয় সহযোগিতা স্মারক সই হয়েছে। এছাড়া, ভেনিজুয়েলার জন্য ইরানে তৈরি দ্বিতীয় তেলবাহী জাহাজ হস্তান্তর করা হয়েছে।

ইরান ও ভেনিজুয়েলার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নানা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে

news