ভারতের দখলে থাকা কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনীর। বুধবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদে সফরকালে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান জানান, ভারতীয় নিয়ন্ত্রণাধীন জম্মু কাশ্মীরের জনগণ পাকিস্তানের সাথে একাত্মতার জন্য যেই সংগ্রাম করছে, তাতে পাকিস্তান তাদের পূর্ণ সমর্থন দিয়ে যাবে এবং একদিন কাশ্মীর পুরোপুরি পাকিস্তানের অংশ হবে। 

তিনি আরো বলেন, “এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কাশ্মীরের মানুষের ইচ্ছা ও লক্ষ্য অনুযায়ী একদিন কাশ্মীর স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হয়ে যাবে।” তিনি হুঁশিয়ারি দেন যে, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে, তাদের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে কোনো ছাড় দেওয়া হবে না।  

এদিন সেনাপ্রধান মুজাফ্ফরাবাদে কাশ্মীর আন্দোলনের শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি জম্মু কাশ্মীরের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন, তাদের আশ্বস্ত করে বলেন, পাকিস্তান তাদের স্বাধীনতার সংগ্রামে সবসময় পাশে থাকবে। 

জেনারেল মুনীর অভিযোগ করেন, জম্মু কাশ্মীরের হিন্দুবাদী শাসকগোষ্ঠী সেখানে মানুষের উপর অত্যাচার ও নির্যাতন বাড়িয়ে দিয়েছে, তবে এসব অত্যাচার কাশ্মীরি জনগণের মনোবলকে আরও দৃঢ় করবে। 

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে দীর্ঘদিনের কাশ্মীর বিরোধের সমাধানের জন্য অর্থবহ আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন।

news