ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে কঠোর ভাষায় প্রতিশোধের ঘোষণা দিয়েছেন। পার্সটুডে প্রকাশিত এক বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, "ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময় এসেছে, এবং এটি যেকোনো উপায়ে নেওয়া হবে।"

তিনি তাঁর বক্তব্যে কুরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, "ইরানের মুজাহিদিনদের রক্তে ইসরাইলি সন্ত্রাসী গোষ্ঠীর হাত আবারও রঞ্জিত হয়েছে। আমরা শহীদদের পরিবার ও ইসলামি বিপ্লবের নেতাকে অভিনন্দন জানাই।"

কলিবফ ইসরাইলি সরকারকে "মানবতার শত্রু" আখ্যা দিয়ে বলেন, "তাদের আক্রমণ প্রমাণ করেছে তারা ইরানি জাতির ঘোর শত্রু। কিন্তু ইসলামি যোদ্ধাদের প্রতিশোধ ও কঠোর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। আমরা তাদের ঘাড়ে শক্তিশালী আঘাত হানব। তারা এই লড়াই শুরু করেছে, কিন্তু আল্লাহর ইচ্ছায় আমরা এটির সমাপ্তি টানব।"

তিনি ইরানের জনগণকে আশ্বস্ত করে বলেন, "আমাদের সশস্ত্র বাহিনীর বীর সদস্যরা শাহাদাতকে স্বাগত জানাতে প্রস্তুত। তারা শত্রুর মোকাবিলায় জীবন উৎসর্গ করতে দ্বিধা করবে না।"

শেষে তিনি শপথ নিয়ে বলেন, "শহীদদের রক্ত আমাদের পথ দেখাবে। আমরা আমাদের দেশ ও জনগণকে শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করব। শত্রুরা আবারও আমাদের সামনে মাথা নত করবে, ইনশাআল্লাহ।"

এই হুঁশিয়ারি ইসরাইল-ইরান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

news