ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, "দখলদার ইহুদিবাদী ইসরাইল আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তেহরানসহ বিভিন্ন শহরের আবাসিক এলাকায় হামলা চালিয়েছে।" বিবৃতিতে এই হামলায় নিহত বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের শহীদ হিসেবে উল্লেখ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়:
এই হামলা জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন
ইরান সংবিধানের ৫১ ধারা অনুযায়ী প্রতিকারের অধিকার সংরক্ষণ করে
সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করে ইরান বলেছে, "ইসরাইলের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি-শৃঙ্খলের জন্য মারাত্মক হুমকি।" তারা সকল সদস্য রাষ্ট্রকে এই আগ্রাসনের নিন্দা ও প্রতিরোধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরাইলের প্রধান সমর্থক হিসেবে উল্লেখ করে সতর্ক করা হয়েছে, "এই আগ্রাসনের সকল পরিণতির দায় ইসরাইল ও তার মিত্রদের উপর বর্তাবে।" ইরান জোর দিয়ে বলেছে, তাদের প্রতিরক্ষা বাহিনী যেকোনো আক্রমণ মোকাবিলায় সক্ষম এবং প্রস্তুত।
পরিশেষে বিবৃতিতে ইরানি জনগণের ঐক্য ও সংহতির প্রতি গুরুত্বারোপ করে বলা হয়েছে, "শত্রুরা আমাদের সংকল্প ভাঙতে পারবে না। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।" বিশ্লেষকরা মনে করছেন, এই বিবৃতি ইসরাইল-ইরান উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে।


