ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যর্থতার দায়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে আকাশ প্রতিরক্ষার দুর্বলতা প্রকাশ করলে ইসরায়েলি সামরিক নেতৃত্ব এই পদক্ষেপ নেয়।
বুধবার ইসরায়েলি দৈনিক ইসরায়েল হাইয়ুম জানায়, দীর্ঘ চার বছর দায়িত্ব পালন শেষে আকাশ প্রতিরক্ষা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল 'জে' পদত্যাগ করেছেন। যদিও তার পুরো নাম প্রকাশ করা হয়নি, ধারণা করা হচ্ছে রাজনৈতিক ও সামরিক চাপে তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান জিন্সা এক গবেষণায় দাবি করেছে—ইরান কৌশলগতভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে সফল হামলা পরিচালনা করেছে। তারা বলেছে, ইরান বিভিন্ন এলাকা থেকে সময়ভেদে উন্নত ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরক্ষা স্তরগুলো ভেদ করেছে।
বিশ্লেষণে আরও বলা হয়, ইরান শুধু হামলার শক্তি নয়, সময় ও লক্ষ্য নির্ধারণেও কৌশলগত অগ্রগতি দেখিয়েছে। বিশেষ করে ২২ জুনের হামলায় ইরান ২৭টি ক্ষেপণাস্ত্র ছুঁড়লে অন্তত ১০টি সরাসরি ইসরায়েলে আঘাত হানে, যা ইসরায়েলি প্রতিরক্ষার জন্য বড় ধাক্কা।
জিন্সার সদস্য আরি সিকোরেল বলেন, “ইরানের কৌশল ও সমন্বিত হামলা পরিকল্পনা ছিল অত্যন্ত নিখুঁত, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যর্থতা স্পষ্ট করেছে।”
এই ঘটনার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের আভাস মিলেছে।
