মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে পাকিস্তানের উপর চাপানো শুল্ক কমেছে। তবে ভারতসহ কয়েকটি দেশের উপর উচ্চ শুল্ক বহাল রাখা হয়েছে। শুক্রবার থেকে এই নতুন শুল্ক হার কার্যকর হচ্ছে।

বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে ট্রাম্প জানান, বেশ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য বৈষম্য কমানো সম্ভব হয়নি। তিনি বলেন, এসব দেশ আমেরিকার অর্থনৈতিক ও জাতীয় স্বার্থে অবদান রাখছে না।

নতুন শুল্ক কাঠামো অনুযায়ী, ভারতকে ২৫%, সিরিয়াকে ৪১%, ব্রাজিলকে ৫০%, সুইজারল্যান্ডকে ৩৯% এবং তাইওয়ানকে ২০% শুল্ক দিতে হবে। অন্যদিকে, পাকিস্তানের শুল্ক ২৯% থেকে কমে ১৯% হয়েছে।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানান, আগামীতে আরও বাণিজ্য চুক্তি করা হতে পারে। তবে সেখানে ভারত অন্তর্ভুক্ত কি না, তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তানের সঙ্গে সম্প্রতি বাণিজ্য চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন, পাকিস্তানের তেল সম্পদের উন্নয়নে যৌথভাবে কাজ করবে দুই দেশ। গত বুধবার তিনি ভারতের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেন। রাশিয়া থেকে সস্তায় তেল কেনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ভারত সরকার ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে। নয়া দিল্লি স্পষ্ট করে দিয়েছে, জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে তারা। বাণিজ্যিক বৈষম্য কমানোর জন্য আলোচনা চালিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছে ভারত।

মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে বৈশ্বিক বাণিজ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের নীতি বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য সম্পর্ককে প্রভাবিত করতে পারে।

news