মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ক্ষুব্ধ বলে জানিয়েছেন দেশটির বিদেশ সচিব মার্কো রুবিও। রুবিও দাবি করেন, রাশিয়া থেকে সস্তায় তেল কেনার কারণে ট্রাম্প বিরক্ত।

গত ১ আগস্ট থেকে ভারতের উপর ২৫% আমদানি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রুবিও বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে এমন অভিযোগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফক্স রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, "ভারতের জ্বালানি চাহিদা অনেক, কিন্তু তারা রাশিয়ার সস্তা তেল কিনছে। এতে রাশিয়ার যুদ্ধ তহবিল বাড়ছে, যা আমাদের পক্ষে গ্রহণযোগ্য নয়।"

তবে রাশিয়া থেকে তেল কেনাই একমাত্র কারণ নয়। যুক্তরাষ্ট্র চায় ভারতের কৃষি ও দুগ্ধ খাতে প্রবেশ করতে, যা নিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি আটকে আছে। ভারত এতে সম্মত হচ্ছে না।

ভারত সরকারের আশঙ্কা, কৃষিক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বাড়লে স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। ২০২০-২১ সালের কৃষি আইন বিতর্কের পর এ নিয়ে সতর্ক হয়েছে কেন্দ্র।

ট্রাম্প প্রশাসন ভারতের অনড় অবস্থানের কারণে আরও বিরক্ত। বাণিজ্য ঘাটতি কমানো ও মার্কিন পণ্যের বাজার বাড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, কিন্তু তেমন সাড়া পাচ্ছে না।

এদিকে, নতুন শুল্কের প্রতিক্রিয়ায় ভারত জানিয়েছে, জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে তারা। দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপড়েন তৈরি হয়েছে এই সিদ্ধান্তে।

news