মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে পরমাণু সক্ষম সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মন্তব্যকে উসকানি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার ট্রাম্প তার ট্রুথ সোশাল অ্যাকাউন্টে জানান, রাশিয়ার উস্কানিমূলক বক্তব্যের জবাবে তিনি দুটি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের আদেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, শব্দের গুরুত্বপূর্ণ পরিণতি হতে পারে।
এই উত্তেজনার সূত্রপাত হয় ট্রাম্পের 'মৃত অর্থনীতি' মন্তব্য নিয়ে। তিনি earlier বলেছিলেন, রাশিয়া ও ভারতের অর্থনীতি 'মৃত'। এর জবাবে মেদভেদেভ ট্রাম্পকে 'জম্বি সিনেমা' দেখার পরামর্শ দেন।
মেদভেদেভের মন্তব্যে ক্ষুব্ধ ট্রাম্প সরাসরি পরমাণু হুমকি দেন। তিনি বলেন, "আমি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েন করেছি যাতে বোঝা যায়, শুধু কথার জবাব কথা নয়।"
এই ঘটনায় বিশ্বজুড়ে পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এমন সরাসরি হুমকি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।
রাশিয়া এখনও এই হুমকির সরাসরি জবাব দেয়নি। তবে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া ট্রাম্পের বক্তব্যকে 'অস্থিরতা' বলে উল্লেখ করেছে। কূটনৈতিক মহলে এই ঘটনাকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে দেখা হচ্ছে।
