মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর শুল্কারোপ করেছেন, যার পেছনে কেবল ভূরাজনীতি নয়, কৃষি ও দুগ্ধখাতও বড় কারণ। রাশিয়া থেকে তেল কেনায় অসন্তুষ্ট ট্রাম্প, তবে কৃষি ইস্যুতেই সবচেয়ে বড় মতবিরোধ সৃষ্টি হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন, কৃষক, দুগ্ধশিল্প ও জেলেদের স্বার্থে কখনো আপস করবেন না। হিন্দু ধর্মে গরু পবিত্র, আর দুগ্ধশিল্প ভারতের জাতীয় গর্ব। দেশটি তিন দশক ধরে বিশ্বের সবচেয়ে বড় দুধ উৎপাদক।

ভারতের দুগ্ধখাত ভর্তুকিনির্ভর এবং উচ্চ শুল্ক ও অশুল্ক বাধায় বেষ্টিত, যা যুক্তরাষ্ট্রসহ বাণিজ্য অংশীদারদের জন্য চ্যালেঞ্জ। মাখন ও চিজে ৪০ শতাংশ, গুঁড়োদুধে ৬০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা আছে।

উৎপাদনশীলতায় ভারত পিছিয়ে থাকলেও ক্ষুদ্র খামার রক্ষায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। জেনেটিক্যালি মডিফায়েড ফসল আমদানি ও পশুজাত খাদ্য ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইন কার্যকর রয়েছে।

আগে কৃষি আইন সংস্কারের প্রচেষ্টা কৃষকদের আন্দোলনে ব্যর্থ হয়েছে। তাই বিশ্লেষকদের মতে, ট্রাম্পের কূটনৈতিক চাপও ভারতের নীতি বদলাতে পারবে না।

 

news