বোল্টনের স্বীকারোক্তির ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের দাবি জাখারোভার

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: আমেরিকার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের স্বীকারোক্তি একটি যথার্থ ঘটনা। ওই ঘটনার আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত বলে দাবি করেন জাখারোভা।

হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন অন‍্যান্য দেশের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রে তাদের হাত থাকার কথা স্বীকার করেছেন।

২০২১ সালের ৬ জানুয়ারিতে ট্রাম্পের অভ্যুত্থানের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন: আমেরিকায় নয়, অন্য অনেক দেশে অভ্যুত্থান পরিকল্পনায় সহায়তা করা হয়েছে।

বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক টুইট বার্তায় বলেছেন, সাবেক ট্রাম্প সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন,তিনি অন্যান্য দেশে অভ্যুত্থানের পরিকল্পনায় জড়িত ছিলেন। তাঁর এই স্বীকারোক্তি এমন একটি ঘটনা যার আন্তর্জাতিক তদন্তের প্রয়োজন রয়েছে বলে মিস জাখারোভা মনে করেন।

বলা বাহুল্য জন বোল্টন তাঁর দায়িত্ব পালনকালে ল্যাটিন আমেরিকা এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে শত্রুতামূলক ও হস্তক্ষেপকামী কঠোর পদক্ষেপ নিয়েছেন বলে স্বীকার করেছেন। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news