ভারত ভ্রমণে আসা বিদেশিদের জন্য বড় পরিবর্তন আনছে নয়াদিল্লি সরকার। আগামী ১ অক্টোবর থেকে দেশটিতে প্রবেশ করতে হলে আর কাগুজে আগমন কার্ড নয়, বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে ডিজিটাল ডিসেমবার্কেশন (ডিই) কার্ড।

সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ভ্রমণের ৭২ ঘণ্টা আগে অনলাইনে এই ই-অ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে। উদ্যোগটির মূল লক্ষ্য বিমানবন্দরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট ও কাগজপত্রের ঝামেলা কমানো।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই ডিজিটাল কার্ডে ভ্রমণকারীদের দিতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। এর মধ্যে থাকবে—পাসপোর্ট ও ভিসার বিবরণ, ফ্লাইট ও যাত্রার বিস্তারিত তথ্য, ভারতে অবস্থানের ঠিকানা, জরুরি যোগাযোগের নম্বর এবং প্রয়োজনে স্বাস্থ্যসংক্রান্ত ঘোষণা। তবে কোনো অতিরিক্ত নথি আপলোড করতে হবে না।

এই নিয়ম শুধুমাত্র বিদেশি ভ্রমণকারীদের** জন্য কার্যকর করা হয়েছে। ভারতের নাগরিক বা ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওআইসি) কার্ডধারীদের ডিজিটাল ডিসেমবার্কেশন কার্ড পূরণের প্রয়োজন হবে না।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ডিজিটাল কার্ডের মাধ্যমে ভ্রমণকারীরা আগেভাগেই তাদের তথ্য জমা দিতে পারবেন। ফলে বিমানবন্দরে পৌঁছে দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করা যাবে, আর অপেক্ষা করতে হবে না দীর্ঘ লাইনে।

এই উদ্যোগের ফলে ভারত যুক্ত হলো সেই দেশগুলোর তালিকায়, যেখানে ইতোমধ্যেই কাগুজে আগমন কার্ড বাতিল করা হয়েছে—যেমন যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও তাইওয়ান।

বিশেষজ্ঞদের মতে, ভারতের মতো বিপুল যাত্রী আগমনের দেশে ডিজিটাল ডিসেমবার্কেশন কার্ড চালু হলে সময় সাশ্রয় হবে, দক্ষতা বাড়বে এবং যাত্রীসেবা আরও উন্নত হবে।
 

news