ভারতের বিজেপি শাসিত ওড়িশা রাজ্যে ফের আলোচনায় এসেছে নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা। পরকীয়ার অভিযোগে এক স্কুলশিক্ষিকাকে প্রকাশ্যে অপমান ও নির্যাতন করেছেন তার স্বামী। রাস্তায় গলায় জুতার মালা পরিয়ে ঘোরানোর সেই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ঘটনাটি ঘটেছে পুরী জেলার নিমাপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার নারী পেশায় একজন স্কুলশিক্ষিকা। কিছুদিন ধরে দাম্পত্য কলহের কারণে তিনি স্বামীর থেকে আলাদা থাকছিলেন।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাত আটটার দিকে ওই শিক্ষিকার কলেজশিক্ষক স্বামী কয়েকজন সহযোগীকে নিয়ে তার ভাড়া বাসায় হানা দেন। সেখানে তিনি স্ত্রীকে আরেক পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান। এরপরই ক্ষিপ্ত হয়ে স্বামী স্ত্রী ও তার সঙ্গীকে বেধড়ক মারধর করেন।

শুধু তাই নয়, স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে তাকে রাস্তায় হাঁটতে বাধ্য করা হয়, আর তার সঙ্গে থাকা পুরুষ শিক্ষককে অন্তর্বাস পরা অবস্থায় রাস্তায় হাঁটানো হয়। এই চরম অপমানজনক দৃশ্য আশপাশের লোকজন মোবাইলে ধারণ করেন, যা পরে দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

ভিডিও প্রকাশের পর পুলিশ দ্রুত ঘটনাটি তদন্তে নামে। পুরী জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, নির্যাতিতার স্বামী ও তার এক সহযোগীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী নির্যাতন, শারীরিক হামলা এবং নারীর মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় জনতা ও নারী অধিকারকর্মীরা। তাদের বক্তব্য, “ব্যক্তিগত ও পারিবারিক বিবাদ মেটাতে একজন নারীকে প্রকাশ্যে অপমান করার কোনো অধিকার কারও নেই।”

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

news