যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানিকে তিনি সাহায্য করতে রাজি। তবে সতর্ক করে দিয়েছেন, সফল হতে গেলে মামদানিকে ওয়াশিংটনের প্রতি ‘সম্মানজনক আচরণ’ করতে হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এ খবর বেরিয়েছে।

ট্রাম্প স্থানীয় সময় বুধবার এমন সময়ে এ কথা বলেন, যখন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি তার ঐতিহাসিক জয়ের পর প্রশাসনের সদস্যদের নাম ঘোষণা করছেন।

বুধবার ফক্স নিউজের ব্রেট বেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তাকে (মামদানিকে) ওয়াশিংটনের প্রতি একটু শ্রদ্ধাশীল হতে হবে, যদি তিনি তা না করেন, তাহলে তার সফল হওয়ার সম্ভাবনা নেই।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আর আমি তাকে সফল করতে চাই। আমি নিউ ইয়র্ক শহরকে সফল করতে চাই।” তবে ট্রাম্প তাড়াতাড়ি স্পষ্ট করেন যে, তিনি মামদানিকে নয়, নিউ ইয়র্ক সিটিকে সফল করতে চান।

এর আগে বুধবার সকালে ফ্লোরিডার মিয়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে ভাষণে ট্রাম্প জানান, তার প্রশাসন নতুন মেয়রকে ‘সাহায্য করবে’। তবে তিনি মামদানিকে ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “কমিউনিস্ট, মার্কসবাদী আর গ্লোবালিস্টরা সুযোগ পেলে শুধু বিপর্যয় আনে। এখন দেখা যাক, নিউ ইয়র্কে এক কমিউনিস্ট কেমন করে।”

মঙ্গলবার নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের আগে ট্রাম্প মামদানিকে ‘উন্মাদ কমিউনিস্ট’ বলে ডেকেছিলেন আর হুঁশিয়ারি দিয়েছিলেন, মামদানি জিতলে শহরের ফেডারেল টাকা বন্ধ করে দেওয়া হবে।

তবে মামদানির দাবি, তিনি কমিউনিস্ট নন বরং গণতান্ত্রিক সমাজতন্ত্রী। তার ইশতেহারে ছিল বিনামূল্যে শিশু যত্ন, বিনামূল্যে বাস সার্ভিস আর সরকারি মুদি দোকান চালুর প্রতিশ্রুতি।

প্রায় ৮৫ লাখ মানুষের শহর নিউ ইয়র্কের মেয়র হিসেবে আগামী ১ জানুয়ারি দায়িত্ব নেবেন মামদানি। তার এই জয় মার্কিন রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। কারণ ডেমোক্র্যাটিক পার্টি মধ্যপন্থি আর প্রগতিশীলদের এক করতে আর ট্রাম্পকে মোকাবিলা করার চেষ্টা করছে।
মামদানি তার জয়ের ভাষণে ট্রাম্পকে হারানোর মডেল হিসেবে তার নির্বাচনকে তুলে ধরেন। প্রেসিডেন্টকে কটাক্ষ করে বলেন, “আমি আপনাকে চারটা শব্দ বলব: টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)।”

বুধবার এক ভাষণে মামদানি ট্রাম্পের বিরোধিতা করার দৃঢ় সংকল্প আবার বলেন, পাশাপাশি প্রশাসনের সাথে জড়িত থাকার ইচ্ছা জানান।
নতুন মেয়র বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে আমি আমার কথা কম বলব না। আমি তার কর্মকাণ্ড যেমন আছে তেমন বর্ণনা করতে থাকব, তবে সংলাপের পথ খোলা থাকবে।”

 

news