মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে নিয়ে ঘটে গেল অপ্রীতিকর এক ঘটনা। রাজধানী মেক্সিকো সিটিতে সমর্থকদের সাথে কুশলবিনিময়ের সময় এক ব্যক্তি হঠাৎ করেই তাঁকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন! ঘটনাটি ঘটতেই নিরাপত্তা দল এগিয়ে আসে এবং পরবর্তীতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
ফরাসি সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি একটি অনুষ্ঠানে যাওয়ার পথে প্রেসিডেন্ট শেইনবাউম সমর্থকদের সাথে হাত মেলান এবং তাদের সাথে ছবি তোলেন। ঠিক তখনই এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে।
সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্পষ্ট দেখা যায়, কিভাবে এক ব্যক্তি প্রেসিডেন্টের কাছে এসে তাঁর কাঁধে হাত রাখেন এবং অন্য হাত দিয়ে তাঁর কোমর ও বুক স্পর্শ করার চেষ্টা করেন, এরপরই তিনি তাঁর গলায় চুমু খাওয়ার প্রয়াস পান।
প্রেসিডেন্টের নিরাপত্তা দলের একজন সদস্য অত্যন্ত দ্রুত সেখানে এসে সেই ব্যক্তিকে সরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ওই ব্যক্তি সম্ভবত মদ্যপ অবস্থায় ছিলেন। আশ্চর্যের বিষয়, এই অপ্রীতিকর ঘটনার পরও প্রেসিডেন্ট শেইনবাউম অত্যন্ত শান্ত থাকেন এবং অন্যান্য সমর্থকদের সাথে কুশলবিনিময় চালিয়ে যান।
তিনি ওই ব্যক্তির সাথে ছবি তোলতেও রাজি হন, এবং সেখান থেকে বিদায় নেওয়ার সময় সেই ব্যক্তির পিঠে হাত রাখেন। তবে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে মেক্সিকোর নারী বিষয়ক মন্ত্রণালয়। প্রেসিডেন্ট শেইনবাউম নিজেই এই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন।
মন্ত্রণালয়ের প্রধান সিতলালি হারনান্দেজ এক্স প্ল্যাটফর্মে (টুইটার) একটি পোস্টে লিখেছেন, "আজ আমাদের প্রেসিডেন্ট যে ধরনের আচরণের শিকার হয়েছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই।" তিনি আরও লিখেন, "এ ধরনের পুরুষতান্ত্রিক মানসিকতা নারীর ব্যক্তিগত পরিসর ও দেহে অনধিকার চর্চাকে স্বাভাবিক করে তোলে, যা অত্যন্ত উদ্বেগজনক।"
উল্লেখ্য, জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য বলছে, মেক্সিকোর ১৫ বছর বা তার বেশি বয়সী নারীদের প্রায় ৭০ শতাংশই জীবনে অন্তত একবার না একবার যৌন হয়রানির শিকার হয়েছেন।
