ভয়ঙ্কর সুপার টাইফুন ফাং ওয়াং আঘাত হেনেছে ফিলিপাইনে। প্রবল ঝড় ও ভারি বর্ষণে দেশজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র দুর্যোগ পরিস্থিতি। এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত দুইজন, আর ৯ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে।

ফিলিপাইনের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রোববার রাতে আঘাত হানার আগে ফাং ওয়াংকে ‘সুপার টাইফুন’ হিসেবে ঘোষণা করা হয়। এর কেন্দ্রের কাছাকাছি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে বাতাস বইছে, যা কখনো কখনো ২৩০ কিলোমিটার পর্যন্ত গতি ছুঁয়ে ফেলছে।

টাইফুনের প্রভাবে রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলে ভূমিধস হয়েছে। তাতে একাধিক বাড়িঘর মাটির নিচে চাপা পড়ে যায়। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারি বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি আরও বাড়ছে, ফলে উদ্ধার অভিযানও ব্যাহত হচ্ছে।

সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৯ লাখ ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, এবং দশকের মধ্যে এটিই ফিলিপাইনে সবচেয়ে শক্তিশালী টাইফুনগুলোর একটি।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়র জনগণকে সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা আগে থেকেই ব্যবস্থা নিয়েছি যাতে বড় ধরনের প্রাণহানি না ঘটে। সবাইকে নিরাপদ জায়গায় যেতে বলা হয়েছে।”

বিশেষজ্ঞরা বলছেন, ফাং ওয়াংয়ের তীব্রতা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম, যা জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান ঝড়ের শক্তিরই ইঙ্গিত দেয়।

 

news