আজ ১১ই নভেম্বর। শুধু একটি তারিখ নয়, এই দিনটি বিশ্ব ইতিহাসে এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ। ১৯১৮ সালের এই দিনটিতেই শেষ হয়েছিল মানবসভ্যতার ইতিহাসের এক ভয়াবহ ও রক্তক্ষয়ী অধ্যায়- প্রথম বিশ্বযুদ্ধ। ইউরোপজুড়ে, বিশেষ করে ফ্রান্সে আজও গভীর শ্রদ্ধা আর আবেগের সঙ্গে স্মরণ করা হচ্ছে সেই 'আর্মিস্টিস ডে' বা যুদ্ধবিরতি দিবস।

ফ্রান্সের রাজধানী প্যারিসে আজকের দিনটির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ঐতিহাসিক আর্ক ডি ট্রায়ম্ফ। সেখানে অজ্ঞাত সেই সব সৈন্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ সারা দেশে দুই মিনিটের নীরবতা পালন করা হয়। এই মুহূর্তটিই সেই সময়কে নির্দেশ করে, যখন ১৯১৮ সালের ১১ নভেম্বর সকাল ১১টায় যুদ্ধের সব কামানের গর্জন থেমে গিয়েছিল।

এই দিনে ফ্রান্সের নাগরিকরা তাদের বুকের পাশে পরেন একটি বিশেষ প্রতীক – নীল রঙের ছোট একটি ফুল, যার নাম 'কর্নফ্লাওয়ার' বা 'ব্লুয়ে দ্য ফ্রান্স'। এই ফুলটিই প্রথম বিশ্বযুদ্ধে শহীদ সৈন্যদের স্মরণ এবং শান্তি ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। দেশজুড়ে স্কুল, বিভিন্ন সংস্থা ও স্থানীয় সরকারের উদ্যোগে নানা রকমের স্মরণ অনুষ্ঠান, আলোচনা ও শান্তি শোভাযাত্রার আয়োজন করা হয়।

১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল পর্যন্ত চার বছর ধরে চলা এই ভয়ঙ্কর যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষ, আহত হন আরও কয়েক কোটি। এই যুদ্ধে জার্মানি, রাশিয়া, অস্ট্রো-হাঙ্গেরীয় ও উসমানী সাম্রাজ্যের পতন ঘটে। যুদ্ধের পর ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় এবং গঠিত হয় 'লিগ অব নেশন্স' নামের একটি আন্তর্জাতিক সংস্থা, যার থেকে পরবর্তীতে জন্ম নেয় জাতিসংঘ।

আজকের এই দিনে কেবল যুদ্ধের অবসানই স্মরণ করা হয় না, বরং নতুন করে শান্তির বার্তাই প্রচার করা হয়। ১১ই নভেম্বর আজ কেবল একটি historical event নয়, এটি মানবতার বিজয় ও বিশ্বশান্তির এক চিরন্তন প্রতীক।

 

news