ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্পষ্টই বলে দিয়েছেন, ভবিষ্যতে যুদ্ধ হবে মহাকাশেই। তিনি এও অভিযোগ করেছেন যে রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে, যা গোটা দুনিয়ার জন্যই এক ভয়াবহ বিপজ্জনক খবর।
১২ই নভেম্বর ফ্রান্সের মহাকাশ ও বিমান চলাচল কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ এই মন্তব্য করেন। তিনি জানান, ২০২২ সালে ইউক্রেন আক্রমণ শুরুর পর থেকেই রাশিয়া মহাকাশে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে এবং ফ্রান্সের উপগ্রহগুলোর ওপর নজরদারি করছে।
ম্যাক্রোঁ সরাসরি অভিযোগ তোলেন যে ফ্রান্সের মহাকাশ অবকাঠামো জিপিএস সিগন্যাল জ্যামিং এবং সাইবার আক্রমণের শিকার হয়েছে। তিনি রাশিয়ার এই সব কার্যকলাপকে বিশ্বব্যাপী নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যা দেন। এরই পরিপ্রেক্ষিতে ফ্রান্স তার সামরিক তৎপরতা এখন মহাকাশেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে।
ফরাসি প্রেসিডেন্ট আরও একটি গুরুতর অভিযোগ করে বলেন, রাশিয়া মহাকাশেই পারমাণবিক অস্ত্র মজুত করছে, যা সমগ্র বিশ্বের জন্য এক বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে। এই হুমকি মোকাবিলায় ফ্রান্স ২০৩০ সালের মধ্যে তাদের মহাকাশ সামরিক খাতে ৪.২ বিলিয়ন ইউরো বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।
যদিও এই ব্যয়ের সুনির্দিষ্ট বিস্তারিত বিবরণ এখনও দেয়া হয়নি, তবে বিশেষজ্ঞদের ধারণা, এই তহবিল দিয়ে পুনর্ব্যবহারযোগ্য রকেট লঞ্চার এবং উচ্চক্ষমতাসম্পন্ন থ্রাস্ট ইঞ্জিন বানানোর কাজেই অগ্রাধিকার দেওয়া হতে পারে। মহাকাশে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতেই ফ্রান্সের এই বড় ধরনের পদক্ষেপ।
