রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে ইউক্রেন ইস্যু নিয়ে প্রায় পাঁচ ঘন্টা দীর্ঘ যে বৈঠক হয়েছে, তাতে কোনো ধরনের সমঝোতা হয়নি। মস্কোতে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ এই ব্যর্থতার কথা স্বীকার করেন।

উশাকভ জানিয়েছেন, আলোচনার সময় ইউক্রেন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নিয়ে কোনো আপসে পৌঁছানো যায়নি। তিনি বলেন, কিছু আমেরিকান প্রস্তাব "কমবেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে, যদিও সেগুলো নিয়ে আরও আলোচনা দরকার," কিন্তু বাকি প্রস্তাবগুলো "আমাদের জন্য একেবারেই গ্রহণযোগ্য নয়।"

তিনি আরও বলেন, পুতিন এবং মার্কিন দল আঞ্চলিক অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলেছেন, "যেগুলো ছাড়া এই সংকটের কোনো সমাধান আমরা দেখতে পাচ্ছি না।"

উশাকভ স্পষ্ট করে দেন যে, এই আলোচনার সময় পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি কোনো বৈঠকের সময়সূচি ঠিক করা হয়নি। সম্ভাব্য শীর্ষ বৈঠক হবে কিনা, তা "আমরা কতটুকু অগ্রগতি করতে পারি তার উপরই পুরোপুরি নির্ভর করবে।"

এদিকে, ওয়াশিংটনে ট্রাম্প তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে হোয়াইট হাউসে প্রায় দুই ঘন্টার একটি বৈঠক করেছেন। ওই বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন সংক্রান্ত পুরানো ও নতুন অভিযোগগুলোর কথা আবারও তুলে ধরেন। সেখানে তাঁর মন্ত্রিসভার সদস্যরাও নিজেদের বসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।

তবে লক্ষণীয় বিষয় হলো, এই দীর্ঘ বৈঠকের সময় বারবারই প্রেসিডেন্ট ট্রাম্পের মনোযোগ ঘুরেফিরে ছুটে যেতে দেখা গেছে। কখনো কখনো তাঁকে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে থাকতেও দেখা গেছে, যা আলোচনার গতি ও গুরুত্ব সম্পর্কে প্রশ্ন তুলেছে।

 

news