ভারতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন সফরের আগেই একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন দিয়েছে রাশিয়ার সংসদ। এই চুক্তি অনুযায়ী, দুই দেশের সেনাবাহিনী একে অপরকে লজিস্টিক্যাল বা সামরিক সরবরাহ সমর্থন দেবে। অর্থাৎ এক দেশের সেনারা অন্যদেশে অবস্থানকালে সেখানকার সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এ সফরে দুই দেশের মধ্যে সামরিক, বাণিজ্যিক এবং খনিজ তেল নিয়ে আলোচনা হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ঠিক এই সফরের প্রাক্কালেই পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। তার বক্তব্য, দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে রাশিয়া কতটা এগিয়ে আসবে তা অনেকাংশেই নির্ভর করবে ভারত কতটা এগোতে চায় তার ওপর।

দুই দেশের মধ্যে এই 'পারস্পরিক লজিস্টিক সমর্থন বিনিময়' চুক্তিটি গত ১৮ ফেব্রুয়ারিতেই স্বাক্ষরিত হয়েছিল। তবে মঙ্গলবার রাশিয়ার সংসদের নিম্নকক্ষ 'স্টেট ড্যুমা' আনুষ্ঠানিকভাবে চুক্তিটি অনুমোদন করেছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত সপ্তাহেই প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এই চুক্তি অনুমোদনের জন্য ড্যুমার কাছে পাঠান। সংসদীয় সভার শুরুতে ড্যুমার স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিন তার ভাষণে ভারতের সাথে রাশিয়ার সম্পর্ককে 'সর্বাঙ্গীন ও কৌশলগত' বলে বর্ণনা করেন। তিনি জোর দিয়ে বলেন, তার দেশ এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে।

এ চুক্তির মাধ্যমে ভারত ও রাশিয়ার মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও একটি নতুন মাত্রা পেতে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই 'রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট' চুক্তি দুই দেশের সামরিক জোট নয়, বরং কার্যকরী সহযোগিতার একটি কাঠামো তৈরি করবে, যা ভূরাজনৈতিক পরিস্থিতিতে উভয় দেশের জন্যই কৌশলগত সুবিধা বয়ে আনতে পারে।

 

news