যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ঘটেছে এক অদ্ভুত ও হাস্যকর ঘটনা। থ্যাংকসগিভিংয়ের ছুটিতে বন্ধ থাকা একটি মদের দোকানে ঢুকে স্কচসহ বেশ কয়েক ধরনের মদ পান করে পুরোপুরি মাতাল হয়ে পড়ে একটি বন্য র‌্যাকুন! ঘটনাটি জানার পর সবাই হতবাক।

ঘটনাটি ঘটে চলতি সপ্তাহের শুরুতে অ্যাশল্যান্ড এলাকার ‘এ–বি–সি’ নামের মদের দোকানে। শনিবার (২৯ নভেম্বর) দোকানের কর্মীরা কাজে এসে দেখেন—ভেতরজুড়ে ভাঙা কাচের টুকরো, মেঝে ভিজে মদের গন্ধ, আর বাথরুম ও ডাস্টবিনের মাঝখানে অচেতন হয়ে পড়ে আছে এক মাতাল র‌্যাকুন।

দোকানের নিচের তাক থেকে কয়েকটি বোতল খুলে নিজের মতো করে মদ খেয়েছে প্রাণীটি। তাৎক্ষণিক খবর দেওয়া হয় হ্যানোভার কাউন্টি অ্যানিমাল প্রোটেকশন অ্যান্ড শেল্টারকে। ঘটনাস্থলে পৌঁছান কর্মকর্তা সামান্থা মার্টিন।

তিনি জানান, র‌্যাকুনটি দোকানের ছাদের একটি টাইল ভেঙে সোজা ভেতরে পড়ে এবং এরপর দোকানজুড়ে ঘুরে যা পায় তাই খেতে শুরু করে। একসময় কয়েক বোতল মদ খেলেও বুঝতে পারেনি কী হচ্ছে।

উদ্ধারকর্মীরা জানান, প্রাণীটির হুঁশ ফেরার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। কয়েক ঘণ্টা ঘুমানোর পর দেখা যায়—তার শরীরে কোনো আঘাত নেই, শুধু হালকা হ্যাংওভার আছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাকে আবার বনে ছেড়ে দেওয়া হয়।

দোকান কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে হ্যানোভার কাউন্টি অ্যানিমাল প্রোটেকশনের প্রতি কৃতজ্ঞতা জানায়।

এই অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তা সামান্থা মার্টিন মজা করে বলেন, “একজন অ্যানিমাল কন্ট্রোল অফিসারের জীবনে—এ তো আরেকটা সাধারণ দিন!”

 

news