যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে গোপনে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জার্মানির প্রভাবশালী ম্যাগাজিন 'ডার স্পিগেল' একাধিক ইউরোপীয় নেতাদের মধ্যে হওয়া ফাঁস হওয়া ফোনকলের নোট উদ্ধৃত করে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ম্যাগাজিনটির দাবি, তারা গত সোমবারের একটি ফোন আলাপের সারাংশ পেয়েছে, যাতে ইউরোপের একাধিক রাষ্ট্রপ্রধান সরাসরি কথা বলেছেন। তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উদ্যোগ নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন। সেই আলোচনায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জেলেনস্কিকে সতর্ক করে বলে থাকতে পারেন, যুক্তরাষ্ট্র কোনো ধরনের নিরাপত্তা গ্যারান্টি ছাড়াই ইউক্রেনের ভূখণ্ড নিয়ে 'বেঈমানি' করতে পারে।

অন্যদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জও জেলেনস্কিকে সতর্ক করেছেন, 'তার সতর্ক থাকতে হবে'। মার্জ আরও যোগ করেন, "তারা (যুক্তরাষ্ট্র) আপনাদের এবং আমাদের উভয়ের সাথেই খেলছে।" তার এই মন্তব্য মূলত ইঙ্গিত করে রাশিয়ার সাথে শান্তি আলোচনা করতে সম্প্রতি মস্কোয় যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাই জ্যারেড কুশনারের সফরকে।

এছাড়াও অন্যান্য ইউরোপীয় নেতারাও তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার স্টাব সতর্ক করেছেন যে, "ওই ব্যক্তিদের (মার্কিন দূতদের) কাছে ইউক্রেন এবং জেলেনস্কিকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না।"

এমনকি ন্যাটোর মহাসচিব মার্ক রুট্টে, যিনি প্রকাশ্যে প্রায়ই ট্রাম্পের প্রশংসা করেন, তিনিও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে একমত প্রকাশ করে বলেছেন, "আমাদের জেলেনস্কিকে রক্ষা করতে হবে।"

এদিকে, ডার স্পিগেল ম্যাগাজিন এই নেতাদের সাথে ফোনকলের বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও, কেউই এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত মাসে যুক্তরাষ্ট্র ২৮ দফার একটি শান্তি চুক্তির খসড়া প্রস্তাব করে, যার একটি শর্তে বলা হয়েছে চুক্তি হলে ইউক্রেনকে সম্পূর্ণ ডনবাস অঞ্চল ছেড়ে দিতে হবে। এমনকি ইউক্রেনের বর্তমান নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকেও তাদের সেনা সরিয়ে নিতে হবে। বেশিরভাগ ইউরোপীয় নেতার মতে, এই চুক্তির বেশিরভাগ ধারা রাশিয়ার পক্ষেই আছে।

 

news