পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন। তিনি বলেছেন, শাহের নির্দেশেই রোহিঙ্গা বা বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের ওপারে পুশব্যাক করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর দু’চোখ ভয়ংকর। এমন কোনো কাজ নেই যা তিনি করতে পারবেন না। এক চোখে দুর্যোধন আর অপর চোখে দুঃশাসন।” তিনি আরও সতর্ক করে বলেন, সীমান্তে বিএসএফের ধারেকাছে কেউ যেন না যায়, তা অনুরোধ করেছেন। উল্লেখ্য, বিএসএফ শাহের মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।

মমতা জনসভায় আরও বলেন, “বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ওপর হেনস্থা করা হচ্ছে। রোহিঙ্গা বা বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। আমরা জানি, বাংলার মানুষকে তাড়ালে কীভাবে ফিরিয়ে আনতে হয়। আমি স্পষ্টভাবে বলছি, বাংলার কাউকে তাড়াতে দেব না।”

তিনি কেন্দ্রীয় সরকারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নীতির তীব্র সমালোচনা করেছেন। মমতা প্রশ্ন তুলেছেন, “বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন? যা ইচ্ছে করুন, কিন্তু কিছুই করতে পারবেন না।”

মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, যদি বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে, তবে তিনি অবস্থান ধর্মঘটে বসবেন। তিনি আরও বলেছেন, “এসআইআর নিয়ে বিজেপি সবরকম চেষ্টা করছে। কিন্তু কোনও ফল হবে না। বিহার পারেনি, বাংলায় পারবে না।”

Mamata Banerjee, Amit Shah controversy, West Bengal pushback, Bengali language rights, Bangladesh border issue, Rohingya migration India, BSF border policy, SIR voter list India, West Bengal elections 2025, BJP IT cell controversy, voter suppression India, West Bengal political news, Mamata speech Krishnanagar, pushback of Bangladeshis, Indian border security news

news