উত্তর জাপানের উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ১১টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ (জেএমএ)। খবর রয়টার্স।
এর প্রভাবে দেশটির উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ ১ মিটার (৩৯ ইঞ্চি বা তিন ফুটের কিছু বেশি) পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
জেএমএ প্রথমে ভূমিকম্পটির তীব্রতা রিখটার স্কেলে ৬ দশমিক ৫ হিসেবে জানিয়েছিল। এর কিছুক্ষণ পরই তা সংশোধন করে ৬ দশমিক ৭ মাত্রা নিশ্চিত করে। এর গভীরতা ছিল ১০ দশমিক ৭ কিলোমিটার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও একই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত সোমবার একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই সময় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও অন্তত ৫০ জন আহত হন। সে সময়ও উত্তর-পূর্ব উপকূলে দশ ফুট (তিন মিটার) পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছিল জেএমএ।
