শিশু নির্যাতন সংক্রান্ত একের পর এক কেলেঙ্কারিতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। উত্তাল এই আন্দোলনে প্রতিবাদকারীরা সরাসরি প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পদত্যাগ দাবি করেন।
২০১০ সালে ক্ষমতায় ফিরে শিশু সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অরবান। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রাষ্ট্র পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানে একাধিক আলোচিত শিশু নির্যাতনের ঘটনা সামনে আসায় তার সরকারের ওপর চাপ ক্রমেই বাড়ছে। শনিবারের বিক্ষোভের মূল কারণ ছিল বুদাপেস্টের একটি কিশোর সংশোধনাগার ঘিরে নতুন অভিযোগ। সেখানে নিরাপত্তা ক্যামেরার ফুটেজে প্রতিষ্ঠানটির পরিচালককে এক কিশোরকে মারধর করতে দেখা যায়।
ঘটনার পর চারজন কর্মীকে আটক করা হয়েছে। একই সঙ্গে সরকার জানিয়েছে, সব শিশু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরাসরি পুলিশের তত্ত্বাবধানে আনা হবে।
বিরোধী দল টিসজা’র নেতা পিটার মাগিয়ার-এর নেতৃত্বে বিক্ষোভকারীরা বুদাপেস্টের কেন্দ্রস্থলে মিছিল করেন। তারা ‘শিশুদের রক্ষা করো’ লেখা ব্যানার বহন করেন এবং নির্যাতনের শিকার শিশুদের প্রতি সংহতি জানান। পাশাপাশি তারা একটি সরকারি প্রতিবেদনের কথাও তুলে ধরেন, যেখানে বলা হয়েছে—রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠানে থাকা পাঁচজন শিশুর মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হয়েছে।
যদিও প্রধানমন্ত্রী অরবান এসব ঘটনাকে অপরাধমূলক বলে নিন্দা জানিয়ে সরকারের নেওয়া পদক্ষেপের কথা বলেছেন, বিক্ষোভকারীদের মতে তা একেবারেই যথেষ্ট নয়। আগামী এপ্রিলের সম্ভাব্য নির্বাচন সামনে রেখে এই আন্দোলনকে অরবানের দীর্ঘ ১৫ বছরের শাসনের বিরুদ্ধে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
