ভারতের হরিয়ানায় ঘন শীতের কুয়াশায় একের পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আলাদা কয়েকটি জায়গায় বাস, ট্রাক, গাড়ি ও মোটরসাইকেল জড়িয়ে তৈরি হয়েছে যানবাহনের স্তূপ, আহত হয়েছেন অনেক মানুষ।

রোববার সকালে হরিয়ানা প্রদেশের আকাশে ভয়ঙ্কর কুয়াশার চাদর নেমে আসে। এমন পরিস্থিতিতেই প্রথমে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এরপর পেছন থেকে আসা যানবাহনগুলো সামনে থাকা বাহনকে ধাক্কা দিতে দিতে একের পর এক জড়িয়ে পড়তে থাকে। এতে বিভিন্ন জায়গায় দুর্ঘটনাকবলিত যানবাহনের পাহাড় তৈরি হয়।

একই ঘটনা, ভিন্ন স্থান

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, হিসার এলাকায় জাতীয় সড়ক ৫২-এ সকাল আটটার দিকে একটি গাড়ির সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা অন্য যানগুলো ধাক্কাধাক্কিতে লিপ্ত হয় এবং একটি 'শৃঙ্খল দুর্ঘটনার' সৃষ্টি করে।

সৌভাগ্যক্রমে এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে একজন মোটরসাইকেল চালক হালকা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মহাসড়কে বাসের ধাক্কাধাক্কি, বহু আহত

একই সময়ে আরেকটি বড় দুর্ঘটনা ঘটে জাতীয় মহাসড়ক ৩৫২-এ। সেখানে তিন থেকে চারটি বাস একটি অপরটির সাথে ধাক্কা খায়। এই সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় জরুরি সেবা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা এখনও গুরুতর।

কারণ ও সতর্কতা

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারতজুড়ে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের ফলে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে গিয়েছিল, যা এই দুর্ঘটনার প্রধান কারণ। ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কাজ শুরু করে। ভ্রমণকারীদের কুয়াশায় দৃষ্টিসীমা কম থাকায় অত্যন্ত সতর্ক থাকতে এবং প্রয়োজনে গাড়ি থামিয়ে রাখতে বলা হয়েছে।

 

news