অস্ট্রেলিয়ার বন্ডি বিচে সন্ত্রাসীকে প্রতিহত করে অসাধারণ সাহসিকতা দেখানো আহমেদ আল আহমেদকে প্রথমে ‘ইহুদি’ দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আহমেদের বীরত্বের প্রশংসাও করেছিলেন। পরে জানা যায়, আহমেদ মুসলিম, আর তখনই নেতানিয়াহু তার মন্তব্য সংশোধন করেন। খবর দিয়েছে মিডল ইস্ট আই।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, ৪৩ বছর বয়সী আহমেদ সিরিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং পেশায় একজন ফল ব্যবসায়ী। কিন্তু ইসরায়েলের উগ্রপন্থী জাতীয়তাবাদী চ্যানেল চ্যানেল ১৪-এ হিব্রু ভাষায় ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহু আহমেদের পরিচয় না জেনে মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেছিলেন, “আমি একজন ইহুদির ভিডিও দেখেছি। ওই ব্যক্তি হত্যাকারীদের একজনকে ঝাপটে ধরেছিলেন, তার অস্ত্র কেড়ে নিয়েছিলেন এবং না জানি কতজনের জীবন বাঁচিয়েছেন।”

পরে তিনি সেই ভুল সংশোধন করে বলেন, “আমরা একজন সাহসী মানুষের কাজ দেখেছি। পরে জানা গেল তিনি একজন মুসলিম সাহসী মানুষ। আমি তাকে স্যালুট করি, যিনি সন্ত্রাসীদের একজনকে নিরপরাধ মানুষ হত্যা করা থেকে বিরত রেখেছেন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, গোলাগুলির সময় আহমেদ প্রথমে একটি পার্ক করা গাড়ির আড়ালে লুকিয়ে ছিলেন। পরে তিনি পেছন দিক থেকে দৌড়ে গিয়ে বন্দুকধারীর গলা চেপে ধরেন এবং অস্ত্র ছিনিয়ে নেন। বন্দুকধারী মাটিতে পড়ে গেলে, আহমেদ বন্দুকটি তাক করে রাখেন এবং কয়েক সেকেন্ড পর নিরাপদে নিচে নামিয়ে দেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেস আহমেদকে ‘মানবতার সর্বোত্তম উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “২৪ ঘণ্টা আগের সন্ত্রাসী হামলায় আমরা মানবতার সবচেয়ে নিকৃষ্ট রূপ দেখেছি। কিন্তু একইসঙ্গে আহমেদ আল আহমেদ আমাদের দেখিয়েছেন মানবতার সেরা উদাহরণ।”

প্রধানমন্ত্রী আরও যোগ করেন, “বিপদের দিকে দৌড়ে গিয়ে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন। দ্বিতীয় হামলাকারীর গুলিতে দু’বার বিদ্ধ হলেও সাহসিকতার সঙ্গে ওই সন্ত্রাসীর কাছ থেকে বন্দুকটি কেড়ে নিয়েছেন।”

 

news