গাজায় যুদ্ধবিরতি চললেও থামেনি রক্তপাত। একটি স্কুলভিত্তিক আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় অবস্থিত এই আশ্রয়কেন্দ্রে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শুক্রবার ১৯ ডিসেম্বরগাজা বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মাহমুদ বাসাল এই তথ্য নিশ্চিত করেছেন। তার বক্তব্য অনুযায়ী, ইসরায়েলি গোলাবর্ষণের ফলেই আশ্রয়কেন্দ্রে থাকা পাঁচজন প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী ভিন্ন এক বিবৃতি দিয়েছে। তারা জানায়, উত্তর গাজার ইয়েলো লাইনের পশ্চিমে একটি কমান্ড কাঠামোর কাছে কয়েকজন ‘সন্দেহভাজন ব্যক্তি’ শনাক্ত করা হয়েছিল। শনাক্ত করার কিছুক্ষণ পরই সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

ইসরায়েলি বাহিনী আরো জানায়, ওই এলাকায় হতাহতের খবর তারা পেয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে তারা দাবি করেছে, "যেসব অসংশ্লিষ্ট ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমাতে কাজ করছি।"

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। বর্তমানে ইসরাইলি বাহিনী ইয়েলো লাইনের পূর্ব দিকে অবস্থান নিয়েছে। তবে গত অক্টোবর থেকে কার্যকর থাকা এই যুদ্ধবিরতি দিন দিন নাজুক হয়ে উঠছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে। মধ্যস্থতাকারীদের আশঙ্কা, ইসরাইল ও হামাস – দু’পক্ষই এই শান্তি প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছে।

 

news