গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি আগ্রাসন থামেনি। প্রতিনিয়তই সেখানে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এমন ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে বিশেষ একটা আবেদন জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর সাবেক চারজন শীর্ষ কর্মকর্তা।
তারা কিয়ার স্টারমারকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির সঙ্গে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
এই চারজন সাবেক সামরিক কর্মকর্তা হলেন—অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জন ডেভেরেল, লেফটেন্যান্ট জেনারেল অ্যান্ড্রু গ্রাহাম, মেজর জেনারেল পিটার কারি এবং মেজর জেনারেল চার্লি হারবার্ট।
ইসরায়েলের বিরুদ্ধে হস্তক্ষেপের এই দাবি এমন এক সময় সামনে এলো, যখন আগামী বছর ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সহযোগী সংস্থা এলবিট সিস্টেমস ইউকে–এর ২ বিলিয়ন পাউন্ড মূল্যের একটা বড় প্রশিক্ষণ চুক্তি হওয়ার কথা রয়েছে।
চুক্তিটি অনুমোদন পেলে এলবিট সিস্টেমস প্রতি বছর সর্বোচ্চ ৬০ হাজার ব্রিটিশ সেনাকে প্রশিক্ষণ দেবে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি ইসরায়েলের ব্যবহৃত ড্রোনের প্রায় ৮৫ শতাংশ সরবরাহ করে থাকে এবং একই সঙ্গে স্থলভিত্তিক বিভিন্ন সামরিক সরঞ্জামও জোগান দেয়।
সব মিলিয়ে, গাজায় চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে ব্রিটেনের সামরিক সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন দেশটিরই সাবেক শীর্ষ সেনা কর্মকর্তারা, যা লন্ডনের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে।
