ভারতের জম্মু–কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি শুক্রবার দেশটিকে ‘লিঞ্চিস্তান’ বা ‘গণপিটুনির দেশ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ভারতে অসহিষ্ণুতা উদ্বেগজনকভাবে বেড়েছে। ইলতিজা আরও বলেন, যারা বাংলাদেশে গণপিটুনির ঘটনায় সরব, তাঁরা আবার নিজের দেশে এমন ঘটলে নীরব থাকছেন।

ভারতের অভিবাসী শ্রমিকের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট

ভারতের ওডিশা রাজ্যে ১৯ বছর বয়সী বাঙালি মুসলিম অভিবাসী শ্রমিক জুয়েল শেখকে ‘বাংলাদেশি’ বলার অপরাধে পিটিয়ে হত্যা করা হয়। এই খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে ইলতিজা লিখেছেন,
“ইন্ডিয়া, ভারত বা হিন্দুস্তান নয়; তোমার নাম এখন লিঞ্চিস্তান (গণপিটুনির দেশ)।”

মেহবুবা মুফতির মন্তব্য

ইলতিজার মন্তব্যের পর দেশজুড়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে তার মা ও পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-র প্রধান মেহবুবা মুফতিও ভারতের বিচারব্যবস্থার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “ভারতের বিচার বিভাগ এখন রাজনৈতিক হয়ে পড়েছে।”

জম্মু–কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের সাম্প্রতিক এক রায়ের প্রতিক্রিয়ায় মেহবুবা শুক্রবার সংবাদ সম্মেলন করেন। ওই রায়ে আদালত তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে বিচার বিভাগ ব্যবহার করার অভিযোগ এনেছিল। সংবাদ সম্মেলনে তাঁর মেয়ের ‘লিঞ্চিস্তান’ মন্তব্য নিয়েও প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।

মেহবুবা বলেন,
“আমরা বহুদিন ধরেই বলছি, দেশে অসহিষ্ণুতা বেড়েছে। গণপিটুনির ঘটনা ঘটছে। বাংলাদেশে যা হচ্ছে, তা আমাদের কষ্ট দেয়। কিন্তু যাঁরা সেখানে এসব ঘটনার সমালোচনা করেন, তাঁরা নিজের চোখের সামনে এমন গণপিটুনি দেখলেও মুখ বন্ধ রাখেন।”

সাম্প্রতিক হামলার তথ্য

পিডিপি প্রধান আরও জানান, গত ৭২ ঘণ্টায় হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও হরিয়ানায় কাশ্মীরি শাল বিক্রেতাদের ওপর অন্তত তিনটি হামলার ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উগ্র ডানপন্থী কর্মীরা নির্দিষ্ট স্লোগান দিতে বাধ্য করছে এবং অস্বীকার করলে মারধর করছে।

হাইকোর্টের পিআইএল রায়

এদিকে, কাশ্মীরি বন্দীদের অন্যান্য রাজ্যের কারাগার থেকে জম্মু–কাশ্মীরে ফিরিয়ে আনার দাবিতে মেহবুবা মুফতির একটি জনস্বার্থ মামলা (পিআইএল) সম্প্রতি হাইকোর্ট খারিজ করে দিয়েছে। রায়ে বলা হয়, তিনি বিচার বিভাগকে ‘পক্ষপাতমূলক রাজনৈতিক উদ্দেশ্যে’ ব্যবহার করার চেষ্টা করেছেন।

মেহবুবা বলেন,
“আমার চরিত্র নিয়ে মন্তব্য করা বিচার বিভাগের কাজ নয়। একজন রাজনীতিবিদ হিসেবে প্রশ্ন তোলার অধিকার আমার আছে।”

 

news