ফিলিস্তিনের পশ্চিম তীর ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের শতভাগ একমত নয়—এ কথা স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনার মাধ্যমে ওয়াশিংটন ও তেলআভিবের মধ্যে সমঝোতা সম্ভব হবে বলে আশাবাদও প্রকাশ করেছেন তিনি।
গত সোমবার ফ্লোরিডার মার-আ-লাগোতে নিজের ব্যক্তিগত বাসভবনে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গাজা উপত্যকায় ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং পশ্চিম তীরের সাম্প্রতিক সহিংসতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পশ্চিম তীরের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে ট্রাম্প জানান, এই ইস্যুতে দুই দেশের মধ্যে পুরোপুরি মিল নেই। তিনি বলেন, “নিয়মিত সংলাপ ও আলোচনা চালিয়ে গেলে একটি গ্রহণযোগ্য সমাধান সম্ভব।”
ট্রাম্প আরও বলেন, যথাসময়ে পশ্চিম তীর নিয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থান ঘোষণা করা হবে। তিনি প্রত্যাশা প্রকাশ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নেবেন এবং তা কার্যকর করবেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের ভূখণ্ডে আকস্মিক হামলা চালায়। এর পরদিন, ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রায় দুই বছর চলা এই অভিযানের পর ২০২৫ সালের ১০ অক্টোবর ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার আওতায় আইডিএফ ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়।
গাজায় সামরিক অভিযান চলাকালীন পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশ ও ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ফিলিস্তিনি সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে এ পর্যন্ত বসতি স্থাপনকারী ও পুলিশের সহিংসতায় অন্তত ১,১০৩ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১১,০০০ জন আহত হয়েছেন। একই সময়ে প্রায় ২১,০০০ ফিলিস্তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
