রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনায় জানুয়ারিতেই স্বাক্ষর হতে পারে—এমনই আশাবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তাঁর মতে, কিয়েভ ও মস্কো উভয় পক্ষই এই চুক্তির দিকে এগোচ্ছে।
বুধবার এক ঘোষণায় জেলেনস্কি বলেন, “ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার সাম্প্রতিক বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে। আশা করছি, আগামী জানুয়ারির মধ্যেই ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপ প্রস্তাবিত নথি নিয়ে ঐকমত্যে পৌঁছাবে এবং তাতে স্বাক্ষর হবে।”
যুদ্ধবিরতির বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শক্ত নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছিলেন জেলেনস্কি, আর সেই শর্তে রাজি হয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের শান্তি পরিকল্পনার ৫ নম্বর দফায় বলা হয়েছে, আগামী ১৫ বছর ইউক্রেনকে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র। তবে জেলেনস্কি চাইছেন, এই মেয়াদ ১৫ বছরের বদলে ৫০ বছর করা হোক। বিষয়টি নিয়ে কিয়েভ ও ট্রাম্প প্রশাসনের মধ্যে আলোচনা চলছে।
মঙ্গলবার জেলেনস্কি বলেন, “নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের আলোচনা চলছে। আশা করছি, ইউক্রেন ও আমাদের নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও জানান, যুদ্ধবিরতি চুক্তি সই হলে এই নিরাপত্তা ব্যবস্থা সরাসরি মার্কিন সেনাবাহিনী বাস্তবায়ন করবে। নিরাপত্তার অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে বিশ্বের অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা—প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম—দেবে।
জেলেনস্কি বলেন, “আমাদের লক্ষ্য যুদ্ধ–পরবর্তী ইউক্রেনে মানুষের গড় আয় বাড়ানো এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা। প্রেসিডেন্ট ট্রাম্প এ কাজে আমাদের পাশে থাকবেন। তাঁর প্রতি আমি কৃতজ্ঞ।”
