গত ডিসেম্বরে ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মোট ৯৯টি গুরুতর আইন লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে ইসরাইল। এসব ঘটনার মধ্যে রয়েছে সাংবাদিক হত্যা, শারীরিক হামলা, গ্রেপ্তার এবং সংবাদ সংগ্রহে সরাসরি বাধা। প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেটের প্রকাশিত এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। রোববার প্রকাশিত প্রতিবেদনটির বরাত দিয়ে খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

ফিলিস্তিনি ভূখণ্ডে গণমাধ্যমের স্বাধীনতার বর্তমান অবস্থা তুলে ধরে প্রকাশিত মাসিক প্রতিবেদনে সিন্ডিকেট জানায়, ২০২৫ সালের ডিসেম্বরে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি সাংবাদিকদের পরিকল্পিতভাবে টার্গেট করার নীতি অব্যাহত রেখেছে। এর ফলে একের পর এক গুরুতর মানবাধিকার ও আইনি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, সিন্ডিকেটের স্বাধীনতা কমিটি শুধু ডিসেম্বর মাসেই সাংবাদিকদের বিরুদ্ধে ৯৯টি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে। এতে স্পষ্টভাবে উঠে এসেছে সাংবাদিকদের ওপর চরম দমন-পীড়ন ও কঠোর বিধিনিষেধের বাস্তব চিত্র।

মাঠে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গাজা উপত্যকায় একজন সাংবাদিক নিহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। একই সময়ে গোলাবর্ষণে গুরুতর আহত হয়েছেন আরও দুই সাংবাদিক। এছাড়া সাংবাদিকদের দুইজন আত্মীয়ও প্রাণ হারিয়েছেন, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে।

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীর থেকে ৪৮ জন সাংবাদিককে আটক করা হয়েছে। সংবাদ সংগ্রহের সময় টিয়ার শেল ও স্টান গ্রেনেড ছুড়ে অন্তত ১৫টি হামলা চালানো হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দেওয়ার দুটি চেষ্টা, অস্ত্র তাক করে ভয় দেখানোর নয়টি ঘটনা এবং সরাসরি মৌখিক হুমকির ছয়টি ঘটনাও নথিভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাংবাদিকদের মারধর ও শারীরিক নির্যাতনের দুটি ঘটনা ঘটেছে। এছাড়া সাংবাদিকতার বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে এবং সাংবাদিকদের দুটি বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও রেকর্ড করেছে প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেট।

 

news