ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা পরিষদ দেশের বিরুদ্ধে শত্রুদের হুমকিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে পরিষদ স্পষ্ট করে বলেছে, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা হলো স্পষ্ট রেড লাইন—যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে যদি কোনো ধরনের আক্রমণ বা শত্রুতামূলক তৎপরতা চালানো হয়, তাহলে তার জবাব হবে উপযুক্ত, দৃঢ় এবং চরম। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
প্রতিরক্ষা পরিষদ জানায়, ইরান শুধু আক্রমণের পর প্রতিক্রিয়া দেখিয়েই থেমে থাকবে না। বরং শত্রুপক্ষের হুমকির বাস্তব লক্ষণগুলোকে আগেভাগেই নিরাপত্তা সমীকরণের অংশ হিসেবে বিবেচনা করা হবে।
এই কড়া ঘোষণা এসেছে এমন এক সময়, যখন ইরানের বিরুদ্ধে শত্রুদের হুমকি ও চাপ ক্রমেই বাড়ছে। চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানের এই অবস্থান নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক মহলে।
