ইসরায়েলের অধিকৃত আল-কুদস বা জেরুজালেমে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরুদ্ধে আল্ট্রা-অর্থোডক্স ইহুদিদের বিক্ষোভ চলাকালে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। একটি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে মাত্র ১৪ বছর বয়সী এক কিশোর। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহত কিশোরের নাম ইওসেফ আইজেনথাল। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ও পুলিশের বরাতে দেশটির বিভিন্ন গণমাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে।
চিকিৎসা সূত্র জানায়, সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রতিবাদে কয়েক হাজার আল্ট্রা-অর্থোডক্স ইহুদি ওই বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ চলাকালেই একটি ব্যস্ত সড়ক মোড়ে একটি বাস কিশোরটিকে চাপা দেয়।
এই বিক্ষোভের আয়োজন করেন আল্ট্রা-অর্থোডক্স সম্প্রদায়ের জ্যেষ্ঠ কয়েকজন রাব্বি। শুরুতে পরিস্থিতি শান্ত থাকলেও বক্তৃতা ও সমাবেশ শেষে ধীরে ধীরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালাতে শুরু করেন, ডাস্টবিনে আগুন ধরিয়ে দেন এবং ইয়ারমিয়াহু স্ট্রিট ও শামগার স্ট্রিটের সংযোগস্থলসহ আশপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেন।
দ্য টাইমস অব ইসরায়েল-এর সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছে জরুরি উদ্ধারকর্মীরা বাসের নিচে চাপা পড়া কিশোরকে উদ্ধারের চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
এমডিএ’র জরুরি চিকিৎসা কর্মী এলি আইজেনবাখ জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন এক তরুণ বিক্ষোভকারী বাসের নিচে আটকে আছেন। তার নাড়ির স্পন্দন পাওয়া যাচ্ছিল না, শ্বাস-প্রশ্বাস বন্ধ ছিল এবং তিনি গুরুতর আহত ছিলেন।
তিনি আরও জানান, একাধিক অঙ্গের মারাত্মক আঘাতের কারণে ঘটনাস্থলেই চিকিৎসকরা কিশোরটিকে মৃত ঘোষণা করেন।
