ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর ভেলায়াতী বলেছেন, ইরানের জনগণ হাজার বছর ধরে সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং তাদের দেশের অখণ্ডতা রক্ষা করেছে। তার এই বক্তব্য আসে এমন এক সমাবেশে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের বুদ্ধিজীবী ও প্রতিরোধ আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
রোববার লেবানন, ইরাক, ভারত, রাশিয়া, জার্মানি, ব্রাজিলসহ অন্তত ১৫টি দেশের বিশিষ্ট ব্যক্তিদের এক সমাবেশে ভেলায়াতী এই মন্তব্য করেন। তিনি বলেন, '১২ দিনের যুদ্ধ' (সম্ভবত একটি রূপক) ইরান ও সমগ্র মুসলিম বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়।
পার্সটুডে'র প্রতিবেদনে তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্প ও নেতানিয়াহুর সাম্প্রতিক হুমকি আসলে ইসরাইলের ভেতরের অস্থিরতা এবং ট্রাম্পের নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার ফল। তিনি দৃঢ়ভাবে বলেন, বর্তমানে ইরান ঐ '১২ দিনের যুদ্ধের' আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
"হাজার বছরের ঐক্য"
ভেলায়াতী বলেন, "ইরান দীর্ঘ ইতিহাস ও সভ্যতার অধিকারী দেশ। হাজার বছরের ইতিহাসে আমাদের জনগণ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করেছে।"
"নরম যুদ্ধ" ও হতাশ শত্রুরা
অন্যদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া '১২ দিনের যুদ্ধে' সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। হতাশ হয়ে তারা এখন 'নরম যুদ্ধ' (সাইবার ও মনস্তাত্ত্বিক যুদ্ধ) এবং অর্থনৈতিক চাপ দিয়ে দেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা তাদের পরাজয় আংশিকভাবে ঢাকতে চায়।
মুসাভি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "যারা এই জাতির সঙ্গে ভদ্রভাবে কথা বলবে না, ইরানিরা তাদের বিপ্লবী আচরণের মাধ্যমে যথাযথ জবাব দেবে।"
দুই শীর্ষ নেতার এই বক্তব্য ইরানের উপর চলমান আন্তর্জাতিক চাপ ও হুমকির প্রতি দৃঢ় প্রত্যুত্তর হিসেবেই দেখা হচ্ছে। তারা বার্তা দিচ্ছেন যে, বহিরাগত চাপে ইরানের ঐক্য ভাঙবে না।
